ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাংশায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা Logo বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত Logo হাতিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত Logo চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচী পালন Logo চট্টগ্রামের পটিয়ায় অপহরণের ঘটনা বৃদ্ধিতে জনমনে আতঙ্ক Logo নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চলছে উৎসবের আমেজ, চলছে প্রার্থীদের জোর প্রচারণা Logo যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ Logo সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথার কামাই‌দিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা রাস্তায় জনজীবনে ভোগান্তির শেষ নেই

চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা ফ‌রিদপুর।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বল্লভ‌দী ইউ‌নিয়‌নের কামাইদিয়া গ্রা‌মের সাধারণ মানু‌ষের যাতায়া‌তের কাঁচা রাস্তা‌টির বর্তমা‌নে বেহাল দশা হ‌য়ে‌ছে। রাস্তায় দু‌টি কালভার্ট র‌য়ে‌ছে যা বর্তমা‌নে ভে‌ঙ্গে গে‌ছে। প্রায় ১০ বছর আ‌গে নির্মিত রাস্তা‌টি সামান‌্য বৃ‌ষ্টি‌তেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়, কাঁদা পে‌রি‌য়ে কোন যানবাহন এ‌গি‌য়ে চলা অসম্ভব, আবার পা‌নি নিঃষ্কাসন এর জন‌্য রাস্তায় দু‌টি কালভার্ট নি‌র্মিত হ‌লেও তা ভে‌ঙ্গে গে‌ছে। গ্রা‌মে যে‌কোন জরুরী সেবার গাড়ী প্রবেশ কর‌তে পা‌রে না। গ্রা‌মের রাস্তা কাঁচা থাকায় এবং রাস্তার দু‌টি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ভোগা‌ন্তি‌তে গ্রা‌মের ক‌য়েক হাজার মানুষ।

স‌রেজ‌মি‌নে সংবাদ সংগ্রহের জন‌্য গে‌লে মূল পাঁকা রাস্তায় মোটরসাই‌কেল রে‌খে গ্রা‌মের ভেত‌রে হে‌ঁটে প্রবেশ কর‌তে হয়, এসময় স্থানীয়রা জানায়, কামাই‌দিয়া গ্রা‌মে এক‌টি প্রাথমিক বিদ‌্যালয় ও এক‌টি কওমী মাদ্রাসা র‌য়ে‌ছে। মূল রাস্তা থে‌কে প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসার দুরত্ব প্রায় ১‌কি‌লো‌মিটার। গ্রা‌মে প্রবে‌শের এই রাস্তা‌টি ৮/১০ বছর আ‌গে নি‌র্মিত রাস্তা‌টি এখনও কাঁচা র‌য়ে‌ছে। বছ‌রে যে‌কোন সম‌য়ে বৃ‌ষ্টি নাম‌লেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়। কাঁদা মা‌টি পে‌রি‌য়ে গ্রা‌মে ভেত‌রে গা‌ড়ি নি‌য়ে প্রবেশ করা কষ্টকর, তার উপর আবার রাস্তার মা‌ঝে দু‌টি কালভার্ট ভাঙ্গা কোন অবস্থাতেই গ্রা‌মে জরুরী সেবার ফায়ার সা‌র্ভিস, এ‌্যাম্বু‌লেন্স, রু‌গি বহনকারী কোন গাড়ী এমন কি পু‌লি‌শের কোন গা‌ড়িও গ্রা‌মে প্রবেশ কর‌তে পা‌রে না।
আরও জাানা যায়, গ্রা‌মে কোন যানবাহন প্রবেশ কর‌তে না পারায় রো‌গী নি‌য়ে স্থানীয়রা বেকায়দায় পড়ে, ফসল বি‌ক্রি কর‌তেও কষ্ট হয় তা‌দের। গ্রা‌মের ভেতর থে‌কে মাথায় ক‌রে পাঁকা রাস্তা পর্যন্ত নি‌য়ে যে‌তে হয় তারপর বাজা‌রে নি‌য়ে বি‌ক্রি কর‌তে হয়। গ্রামে যারা যানবাহন চা‌লি‌য়ে জী‌বিকা নির্বাহ ক‌রেন তারা রাস্তার উপর গা‌ড়ি রে‌খে অথবা পাঁকা রাস্তার পা‌শে কোন বা‌ড়ি‌তে গা‌ড়ী রে‌খে তারপর গ্রা‌মের ভেত‌রে বা‌ড়ি‌তে যান, গা‌ড়ি অন্যত্র থাকায় তাদের পড়‌তে হয় চিন্তায়। কামাইদিয়া প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসায় বাই‌রের কোন ছে‌লে মে‌য়ে সহ‌জে লেখাপড়া কর‌তে আসে না, আবার অ‌নেক শিক্ষকও স্কুল থে‌কে মুখ ফি‌রি‌য়ে নেয়।
স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, আমরা স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ সক‌লের কা‌ছে আমা‌দের দা‌বির কথা ব‌লে‌ছি, কিন্তু সবাই আশা ভরসা দি‌লেও কা‌জের কাজ কিছুই ক‌রে নাই। ক‌য়েক দফা উপ‌জেলায় বি‌ভিন্ন অ‌ফি‌সেও তারা যোগা‌যোগ ক‌রে‌ছেন, কোন কাজ হয়‌নি। অ‌তি দ্রুত রাস্তা পাঁকাকরণ সহ কালভার্ট সংস্কারের দা‌বি জা‌নি‌য়ে‌ছে কামাই‌দিয়া গ্রামের সাধারণ মানুষ।
এই বিষ‌য়ে বল্লভদি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম ব‌লেন, আপাতত আমা‌দের কোন প্রকল্প নেই, ঐ রাস্তায় ঘোড়ার গা‌ড়ি, ট্রলি চলাচ‌লের কার‌নে নষ্ট হ‌য়ে গে‌ছে, ‌চেষ্টা কর‌বো সাম‌নে ঠিক ক‌রে দেওয়ার। সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, বিয়টা দুঃখজনক, রাস্তা‌টি প‌রিদর্শন ক‌রে দ্রুত যথাযথ ব‌্যবস্থা নেওয়া হ‌বে। উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ব‌লেন, সামনে বরাদ্দ আস‌বে, সেখান থে‌কে ঐ রাস্তা ও কালভার্ট ঠিক ক‌রে দেওয়া হ‌বে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পাংশায় ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা

error: Content is protected !!

সালথার কামাই‌দিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা রাস্তায় জনজীবনে ভোগান্তির শেষ নেই

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক : :

চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা ফ‌রিদপুর।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বল্লভ‌দী ইউ‌নিয়‌নের কামাইদিয়া গ্রা‌মের সাধারণ মানু‌ষের যাতায়া‌তের কাঁচা রাস্তা‌টির বর্তমা‌নে বেহাল দশা হ‌য়ে‌ছে। রাস্তায় দু‌টি কালভার্ট র‌য়ে‌ছে যা বর্তমা‌নে ভে‌ঙ্গে গে‌ছে। প্রায় ১০ বছর আ‌গে নির্মিত রাস্তা‌টি সামান‌্য বৃ‌ষ্টি‌তেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়, কাঁদা পে‌রি‌য়ে কোন যানবাহন এ‌গি‌য়ে চলা অসম্ভব, আবার পা‌নি নিঃষ্কাসন এর জন‌্য রাস্তায় দু‌টি কালভার্ট নি‌র্মিত হ‌লেও তা ভে‌ঙ্গে গে‌ছে। গ্রা‌মে যে‌কোন জরুরী সেবার গাড়ী প্রবেশ কর‌তে পা‌রে না। গ্রা‌মের রাস্তা কাঁচা থাকায় এবং রাস্তার দু‌টি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ভোগা‌ন্তি‌তে গ্রা‌মের ক‌য়েক হাজার মানুষ।

স‌রেজ‌মি‌নে সংবাদ সংগ্রহের জন‌্য গে‌লে মূল পাঁকা রাস্তায় মোটরসাই‌কেল রে‌খে গ্রা‌মের ভেত‌রে হে‌ঁটে প্রবেশ কর‌তে হয়, এসময় স্থানীয়রা জানায়, কামাই‌দিয়া গ্রা‌মে এক‌টি প্রাথমিক বিদ‌্যালয় ও এক‌টি কওমী মাদ্রাসা র‌য়ে‌ছে। মূল রাস্তা থে‌কে প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসার দুরত্ব প্রায় ১‌কি‌লো‌মিটার। গ্রা‌মে প্রবে‌শের এই রাস্তা‌টি ৮/১০ বছর আ‌গে নি‌র্মিত রাস্তা‌টি এখনও কাঁচা র‌য়ে‌ছে। বছ‌রে যে‌কোন সম‌য়ে বৃ‌ষ্টি নাম‌লেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়। কাঁদা মা‌টি পে‌রি‌য়ে গ্রা‌মে ভেত‌রে গা‌ড়ি নি‌য়ে প্রবেশ করা কষ্টকর, তার উপর আবার রাস্তার মা‌ঝে দু‌টি কালভার্ট ভাঙ্গা কোন অবস্থাতেই গ্রা‌মে জরুরী সেবার ফায়ার সা‌র্ভিস, এ‌্যাম্বু‌লেন্স, রু‌গি বহনকারী কোন গাড়ী এমন কি পু‌লি‌শের কোন গা‌ড়িও গ্রা‌মে প্রবেশ কর‌তে পা‌রে না।
আরও জাানা যায়, গ্রা‌মে কোন যানবাহন প্রবেশ কর‌তে না পারায় রো‌গী নি‌য়ে স্থানীয়রা বেকায়দায় পড়ে, ফসল বি‌ক্রি কর‌তেও কষ্ট হয় তা‌দের। গ্রা‌মের ভেতর থে‌কে মাথায় ক‌রে পাঁকা রাস্তা পর্যন্ত নি‌য়ে যে‌তে হয় তারপর বাজা‌রে নি‌য়ে বি‌ক্রি কর‌তে হয়। গ্রামে যারা যানবাহন চা‌লি‌য়ে জী‌বিকা নির্বাহ ক‌রেন তারা রাস্তার উপর গা‌ড়ি রে‌খে অথবা পাঁকা রাস্তার পা‌শে কোন বা‌ড়ি‌তে গা‌ড়ী রে‌খে তারপর গ্রা‌মের ভেত‌রে বা‌ড়ি‌তে যান, গা‌ড়ি অন্যত্র থাকায় তাদের পড়‌তে হয় চিন্তায়। কামাইদিয়া প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসায় বাই‌রের কোন ছে‌লে মে‌য়ে সহ‌জে লেখাপড়া কর‌তে আসে না, আবার অ‌নেক শিক্ষকও স্কুল থে‌কে মুখ ফি‌রি‌য়ে নেয়।
স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, আমরা স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ সক‌লের কা‌ছে আমা‌দের দা‌বির কথা ব‌লে‌ছি, কিন্তু সবাই আশা ভরসা দি‌লেও কা‌জের কাজ কিছুই ক‌রে নাই। ক‌য়েক দফা উপ‌জেলায় বি‌ভিন্ন অ‌ফি‌সেও তারা যোগা‌যোগ ক‌রে‌ছেন, কোন কাজ হয়‌নি। অ‌তি দ্রুত রাস্তা পাঁকাকরণ সহ কালভার্ট সংস্কারের দা‌বি জা‌নি‌য়ে‌ছে কামাই‌দিয়া গ্রামের সাধারণ মানুষ।
এই বিষ‌য়ে বল্লভদি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম ব‌লেন, আপাতত আমা‌দের কোন প্রকল্প নেই, ঐ রাস্তায় ঘোড়ার গা‌ড়ি, ট্রলি চলাচ‌লের কার‌নে নষ্ট হ‌য়ে গে‌ছে, ‌চেষ্টা কর‌বো সাম‌নে ঠিক ক‌রে দেওয়ার। সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, বিয়টা দুঃখজনক, রাস্তা‌টি প‌রিদর্শন ক‌রে দ্রুত যথাযথ ব‌্যবস্থা নেওয়া হ‌বে। উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ব‌লেন, সামনে বরাদ্দ আস‌বে, সেখান থে‌কে ঐ রাস্তা ও কালভার্ট ঠিক ক‌রে দেওয়া হ‌বে।

প্রিন্ট