করোনা কালীন সময় বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভেড়ামারা বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা ওএমএস (খোলা বাজার) থেকে ক্রয় করতে পেরে খুশী হচ্ছে নি¤œ আয়ের মানুষ গুলো।
প্রতিদিন চাল আটা কম দামে ক্রয় করার জন্য সকাল হলেই কেন্দ্রে ছুটছেন সাধারণ ক্রেতারা।
প্রতিদিন চাল আটা কম দামে ক্রয় করার জন্য সকাল হলেই কেন্দ্রে ছুটছেন সাধারণ ক্রেতারা।
র্দীঘ লাইন দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকার পর চাল-আট কমদামে পেয়ে খুশী হচ্ছে নি¤œ আয়ের মানুষরা। আবার অনেকেই না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।
ভেড়ামারা পৌরসভার ৩টি পয়েন্টে ওএমএসের কার্যক্রম চলছে। এই ৩টি পয়েন্টেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ক্রেতারা। অনেকে পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। তবে সামাজিক দূরত্বের তেমন কোনো বালাই চোখে পড়েনি।
বুধবার(১৮আগষ্ট)সরজমিন ভেড়ামারা পৌরসভার ৩টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওএমএস কেন্দ্র গুলোতে কর্মহীন মানুষের উপচে পড়া ভিড়। পৌর এলকা ক্লিক মোড়,ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।
ওএমএস ডিলার নজরুল ইসলাম নজু জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৩০০ জনের মধ্যে চাল ও ২০০ জনের মধ্যে আটা বিক্রি করা হচ্ছে। চাল ও আটার মান খুব ভালো।বর্তমান সরকার করোনা কালীন সময় জরুরী ভিত্তিতে ওএমএস (খোলা বাজার) চাল আট দেওয়া অনেকেই উপকৃত হচ্ছে।
প্রিন্ট