রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- অনলাইন ভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী আধা সরকারী, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, একই স্থানে বেলা ১১টায় প্রামান্যচিত্র প্রদর্শন, দুপুর ১২টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলাদের দোয়া মাহফিল, দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাদ্য পরিবেশন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা প্রণয়ন , বাদ-যোহর সকল মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় সকল মন্দিরে বিশেষ প্রার্থনা।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী জানান, জাতীয় শোক দিবসটি সরকারী ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে। নির্ধারিত মাপের জাতীয় পতাকা সোজা বাঁশ/ পতাকা স্ট্যান্ডের সাথে উত্তোলন করতে হবে। ছেড়া, ফাটা ও রং চটা পতাকা উত্তোলনের বিষয়ে সতর্ক থাকতে সকলকে অনুরোধ জানান তিনি।
প্রিন্ট