ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের সামনে মেসার্স রাজবন্যা এন্টারপ্রাইজে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি থেকে ব্যাংকটির এজেন্ট শাখা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ফরিদপুর অঞ্চলের রিজিওনাল হেড মো. মাহবুবুল আলম, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ফরিদপুর এরিয়া ম্যানেজার অসীত কুমার দে।
সাংবাদিক আমীর চারু বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এজেন্ট মালিক আব্দুল্লাহ আল শামীম।