ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করা হয়। তিনি শেখর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অভিযান পরিচালনাকারী বোয়ালমারী থানার উপ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে ৩৫০ পিস ইয়াবার বড়িসহ তাকে আটক করা হয়। এ সময় তার টেবিল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। আসামিকে আগামীকাল বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হবে।
প্রিন্ট