মানিক কুমার দাসঃ
ফরিদপুরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাতের জন্য গায়েবী জানাজা এবং ৭ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুর ২ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে রাজেন্দ্র কলেজের এবারের এইচ এস সি পরিক্ষার্থী মো: আশিকুল ইসলাম এর নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পরে মিছিলটি মুল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী তামিম সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাবিল, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সিয়াম সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন এবং অবিলম্বে উক্ত সাত দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
প্রিন্ট