মানিক কুমার দাসঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, সোহেল ও আবেদ নামের দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে পিস্তল ঠেকিয়ে, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তাদের এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর, ফরিদপুর আর্মি ক্যাম্প তাদের উপর নজরদারি শুরু করে।
গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, এই সন্ত্রাসীরা তাম্বুলখানার একটি পরিত্যক্ত স্থানে একটি অস্ত্র লুকিয়ে রেখেছে। এরই প্রেক্ষিতে, ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।আজ মঙ্গলবার ফরিদপুর আর্মি ক্যাম্পের যৌথ টাস্ক ফোর্স তাম্বুলখানা এলাকায় অভিযান শুরু করে এবং পরিত্যক্ত স্থান থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ মিমি, চীনের তৈরি) এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র এবং ম্যাগাজিন পরবর্তীতে ফরিদপুরের কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে বিষয়টির আইনি প্রক্রিয়া চলছে।
ফরিদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে ফরিদপুর আর্মি ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট