কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামে পুকুরে পড়ে গিয়ে ৫ম শ্রেনীর ছাত্র মুন্নার (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এই ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা পাড়া গ্রামের সাজুল ইসলামের ছেলে নদী ভরাট প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র মুন্না (১৩) হাটখোলা পাড়া জুনিয়াদহ বাজারে শহিদুল ইসলামের চাল কলে ধান ভাঙ্গাতে যায়। সেখানে সে অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় পুলিশ মিল মালিক শহিদুল ইসলাম (৪৫) ও তার হেলপার কে আটক করেছে।
প্রিন্ট