ইসমাইল হােসেন বাবুঃ
ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় পাবনা মানসিক হাসপাতালে খাবার সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে গত সাত দিন ধরে নতুন রোগী ভর্তি বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ এই জটিলতা দেখা দেওয়ায় দূরদূরান্ত থেকে রোগী নিয়ে এসে স্বজনরা ফিরে যাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সমস্যার সমাধান হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
নিয়েছে, ৫০০ শয্যার বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। গত ২৬ জুন দরপত্র উন্মুক্ত করা হয়। ৮ জন সব শর্ত পূর্ণ করে অংশগ্রহণ করে। তবে একাধিক সর্বনিম্ন দরদাতা থাকায় কোনো প্রতিষ্ঠানকেই হাসপাতাল কর্তৃপক্ষ কার্যাদেশ দিতে পারেনি। বর্তমানে আগের ঠিকাদার রোগীদের খাদ্য সরবরাহ করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে ৪৩৪ জন রোগী ভর্তি থাকলেও খাবার নিয়ে অনিশ্চয়তা দূর না হলে নতুন রোগী ভর্তি করা যাচ্ছে না। তবে হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ থাকলেও বহির্বিভাগে রোগীদের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ চলছে নিয়মিতই। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগে সেবা পাচ্ছেন।
হাসপাতালের পরিচালক শাফকাত ওয়াহিদ বলেন, খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। একাধিক সর্বনিম্ন দরদাতা থাকায় কাউকে কার্যাদেশ দেওয়া যায়নি। সংকট নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
প্রিন্ট