বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার ( ৬ জুলাই) বিকালে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কালিনগর গ্রামের নিজ বাড়িতে এই মত বিনিময় সভা করেছেন তিনি৷
দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবজান মিয়া, সাবেক বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, গোপালগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চাঁদাবাজী করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। চাঁদাবাজদের মানুষ শুধু ঘৃণা করে, অভিশাপ দেয়। যারা ভিক্ষা করে খায় তাদের মানুষ গালি দেয় না। চাঁদা ভাই আপনারা সাবধান হয়ে যান। আপনাদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গেলে ভোট দিবে না, গালি দিবে।
তিনি আরো বলেন, আমরা হিন্দু – মুসলিম ভাই ভাই, সবাই মিলে একসাথে দেশের জন্য কাজ করে যাবো। ভয় পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ সুদিন আসবে, এবং সে সুদিন আমাদেরই হবে।
প্রিন্ট