ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাত ৮টায় লোহারটেক গ্রামে বড় ব্রীজের ওপর বখাটেদের আড্ডাস্থলে চেক পোষ্টের মাধ্যমে আকস্মিক অভিযান চালিয়ে দুইজন অনলাইন ক্যাসিনো (জুয়ারু) খেলোয়ারকে গ্রেফতার করে পরের দিন ফরিদপুর কোর্টে চালান করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-মাসুদ শেখ (৩৪) ও মনিরুজ্জামান মিঠু (৩৬)।
চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই সৈয়দ আওলাদ হোসেন, এসআই তুহিন বালা ও এসআই জগন্নাথ।
জানা যায়, এলাকার ধর্ণাঢ্য বখাটেরা গভীর রাত পর্যন্ত উক্ত ব্রীজের ওপর মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো খেলে চলছিল। পুলিশ আটককৃত ক্যাসিনোদের কাছ থেকে নগদ ৫৮ হাজার টাকা জব্দ করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় পাঁচ জনকে আসামী করে ডিজিটাল আইনে একটি মামলা হয়েছে। মামলার বাকী তিন আসামী পলাতক রয়েছে।
শনিবার চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন বলেন, “ অনলাইন ক্যাসিনোদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া খুবই কঠিন কাজ এবং বিরল ঘটনা। ক্যাসিনোরা মোবাইল অনলাইনে জুযা খেলতো এবং প্রত্যেকে দুটি করে মোবাইল ব্যবহার করতো। ক্যাসিনোরা যে সিমে অর্থের লেনদেন করত ওই সিমটা সবসমই বন্ধ রাখতো। শুধুমাত্র ক্যাসিনো অর্থ লেনদেনের সময় সিমটি ব্যবহার করত। তাই খুব গভীর তদন্তের মাধ্যমে অনলাইন ক্যাসিনোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে”।
প্রিন্ট