করোনাভাইরাস প্রতিরোধে জোরেসোরে চলছে টিকাদান কার্যক্রম। পাবনার চাটমোহরে করোনা টিকা নিতে অনেক আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মাঝে।
প্রথম দিকে চাটমোহরের মানুষের মধ্যে করোনার টিকা নেওয়ার তেমন আগ্রহ ছিল না। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে মানুষের মধ্যে আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় দফা সিনোফার্মার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের
টিকা গ্রহীতাদের ব্যাপক ভিড় বেড়েছে। এরই মধ্যে আগামী ৭ আগষ্ট থেকে টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.রুহুল কুদ্দুস ডলার জানান , উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮ শত থেকে ১ হাজার মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান, করোনা নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হবে।
চাটমোহরে এজন্য ১৯ হাজার ৮০০ ডোজ টিকা পাওয়া গেছে। অথচ চাটমোহরে চাহিদা ৩৩ হাজার ডোজ। উপজেলার ১১টি ইউনিয়নের ৭ থেকে ১৪ আগষ্ট পর্যন্ত সপ্তাহে ৩দিন টিকা প্রদান করা হবে। প্রতিদিন ৬০০ ডোজ টিকা দেওয়া হবে প্রতিটি ইউনিয়নে। তবে রেজিস্ট্রিশন যারা করেছেন,সবাই হয়তো টিকা পাবেন না। টিকা প্রাপ্তি সাপেক্ষে তাদের টিকা প্রদান করা হবে।
প্রিন্ট