অপি মুন্সীঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় মানব পাচার মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদার। তিনি উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ এসকেন সরদারের ছেলে।
–
পুলিশ জানায়, গত সোমবার (রাত) কাঁঠালতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মানব পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট