মোঃ অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর ,কাঠালিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা এর উদ্দোগে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
–
শুক্রবার বিকাল চারটায় নৈকাঠি বাজারে হাবিবুর রহমান সেলিম রেজার নিজ কার্য়ালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ্যাডঃ নূর হোসেন,যুবদলের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন,ঢাবির সাবেক ছাত্র নেতা মাহফুজুর রহমান,যুবদল নেতা হায়দার শিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি টুকু মৃধা প্রমূখ।
–
দোয়া অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বলেন, শহীদ জিয়া দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। তার সততা, দেশপ্রেম, ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করতে হবে।
–
দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও জনগণের মুক্তির জন্য প্রার্থনা করা হয়। পরে দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ সেলিম রেজার এই কার্যক্রমকে স্বাগত জানায় এবং সেলিম রেজার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রিন্ট