কুষ্টিয়ার ভেড়ামারায় পাট বীজ উৎপাদনের জন্য ৩৫০জন চাষী পেলো পাটবীজ,সার ও ২০জন পেলো স্প্রে মেশিন। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রারণ” প্রকল্পের আওতায় ২০২১-২২ উৎপাদন মৌসুমে প্রকল্পভূক্ত নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী আগ্রহী চাষীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
২আগষ্ট (সোমবার) ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে সকাল ১২টার সময় এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বীজ সার কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম,পাট অধিদপ্তর ভেড়ামারা অফিসের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন।
উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন বলেন, “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন বীজ উৎপাদনে আগ্রহী পাটচাষীর তালিকা করেছি। করোনার এই সংকটময় মূহুর্তে সবাইকে এক সাথে না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে চাষীদেরকে পাটবীজ, সার,কিটনাশক ও প্রতি গ্রুপে একটি করে স্প্রে মেশিন দিচ্ছি।
প্রিন্ট