রিপন সরকারঃ
অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭মে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার মিয়া বক্সের ছেলে।
.
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে বিষ্ফোরণ, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা, জমি দখল , নৈরাজ্য সৃষ্টি করাসহ রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে নজরুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট