আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়েছে । তাদে বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (২৭-০৫-২০২৫) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
.
পুলিশ জানায়,সোমবার(২৬মে’২৫) রাতে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল(২৫)ও জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ ওরফে জিয়াকে (৪৪) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
.
সোমবার(২৬মে’২৫) একইদিন রাতে উপজেলার ঝিনা সরদারপাড়া (নূরনগর) গ্রামের আলম হোসেনের ছেলে টনি ইসলাম(১৯) ও লামিমুল ইসলাম ওরুফে মৃদুল(১৭)কে ৫০ পিস ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনের সাথে সংঘাতে জড়িত লামিমুল ইসলাম ওরুফে মৃদুল খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
.
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করে মঙ্গলবার(২৬মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রিন্ট