আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় র্যাব-৫ ও পুলিশ কর্তৃক ৪জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার(২৫-০৫-২০২৫) রাতে বাঘা থানার মীরগঞ্জ এলাকা থেকে লালপুর উপজেলার লালপুর (রামকৃষ্ণপুর) গ্রামের সারোয়ার আলমের ছেলে তানভীর আলম ওরফে সাফিন(১৯), আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসাইন (২২) দ্বয়কে ২৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-৫।
.
একইদিন রাতে বাঘা থানা পুলিশ, আড়ানির শাহাপুর থেকে মৃত আজাহার ফকির এরছেলে মানিক ফকির (৪৯), মৃত ইমান শাহ এর ছেলে বিজয় আলী (২২) দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। বাঘা থানার অফিার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে সোমবার(২৬-০৫-২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট