সোহাগ কাজীঃ
আজ মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সকাল আনু:১০.৩০ সময়ে উপজেলা পরিষদ হলরুমে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন এর সভাপতিত্বে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
.
উক্ত সভায় উপস্হিত ছিলেন উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান।
.
উক্ত উপজেলা ভিসিএমসি কমিটির সভা পরিচালনা করি আমি নাসির উদ্দিন লিটন উপজেলা কো-অর্ডিনেটর ডাসার উপজেলা,মাদারীপুর। উপজেলা ভিসিএমসি কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা কোন ক্রমেই সালিশ করা যাবে না। কেননা সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই মানলে ভালো না মানলে কোন কিছু করার নেই কিন্তুু গ্রাম আদালতের স্হায়ী ভিত্তি আছে কারণ ইউনিয়ন পরিষদের সরকারী ফরমস ফরমেট দেওয়া আছে।
.
তিনি আরও বলেন প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে এবং সকল নথিপত্র হালনাগাদ রাখতে হবে।সপ্তাহে অন্তত একদিন শুনানির দিন ধার্য করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে।সভায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
প্রিন্ট