ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুরের বাসিন্দা আপন দুই ভাই নবীন জমাদার (৪৫) ও কবির জমাদারের (৪২) বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের টিন সেট বসতবাড়ি, রান্নাঘর ,রিক্সার গ্যারেজ, গোয়ালঘর সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
.
অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
.
এ ব্যাপারে আরো জানা গেছে, রবিবার রাত ৮ঃ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ফলে দুই ভাইয়ের টিন সেট বসত ঘরসহ রান্নাঘর, রিক্সার গ্যারেজ, গোয়ালঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
.
স্থানীয় লোকজন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক ভাবে আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৯:৪৫ মিনিটের দিকে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
.
তবে এ ঘটনায় কোন প্রানহানির ঘটনা ঘটে নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট