হুমায়ুন কবির তুহিনঃ
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের সময় ফরিদপুরের সদরপুর থানায় দৃবৃত্তদের হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। লুট হওয়ার প্রায় ১০ মাস পরে একটি শর্টিগান উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
.
গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যার পরে উপজেলা সদরের কালিখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান রবিবার সকালে সাংবাদিকদের অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
.
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পুর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে মোঃ রাতুল সর্দার(১৮) ও একই গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হককে (১৮) থানায় হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তাদের গ্রেফতার ও১২ বোর পাম শর্টগানটি উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে৷
.
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ৫ আগস্ট কিছু দৃবৃত্তরা থানায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে ও বেশ কিছু অস্ত্রলুট করে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুস্কৃতিকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ টি শর্টগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ তবে সদরপুর থানা থেকে লুট হওয়া আরো কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
.
তিনি আরো বলেন থানা থেকে লুট হওয়া অস্ত্র কেউ যদি ফেলে রেখে আমাদের কে ফোন দেয় অথবা পুলিশের জরুরী নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তথ্য জানায় তাহলে তাদের পুরস্কৃত করা হবে৷
প্রিন্ট