মফিজুর রহমান শিপনঃ
প্রতিবন্ধীদের স্বাধীন জীবন যাপনে আত্মনির্ভরতার সহায়তায় করণীয় বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে সরকারের পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
.
বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদপুর শহরের সমাজসেবা কমপ্লেক্সের মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফরিদপুর।
.
সংগঠনটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে সেখানে প্রধান বক্তা ছিলেন জাপানের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব এবং সাপোর্ট ফর ডিসএবল চিলড্রেন ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট তোসিকি মাসুদমে।
.
সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন ও জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এস এম আলী আহসান ।
.
আলোচনায় অংশ নেন ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম এ সামাদ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার, ফরিদপুর শহর সমাজসেবা কর্মকর্তা সুজা উদ্দিন রাশেদ, সাংবাদিক পান্না বালা, আলোর পথে ফরিদপুরের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, কোষাধ্যক্ষ মহুয়া ইসলাম, নির্বাহী সদস্য তাহিয়াতুল জান্নাত রেমি প্রমূখ।
.
সেমিনারে বক্তারা আলোর পথে ফরিদপুরের ডে কেয়ার সেন্টার সম্পর্কে অবহিত হন এবং জাপানের প্রতিবন্ধী সম্পর্কিত একটি ভিডিও চিত্র দেখে তার ওপর আলোচনায় অংশ নেন।
.
সেমিনারে জাপানের সমাজ উন্নয়ন কর্মী ইউসি ইজুতসু ও কুনিসুকে নাকামুরি উপস্থিত ছিলেন।
.
সেমিনারে বক্তারা প্রতিবন্ধী শিশুদের শারীরিক সুরক্ষা ও মানসিক বিকাশে সমাজসেবা অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং জেলা প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করার পরামর্শ দেন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নজর দেওয়ার আহবান জানান তারা ।
প্রিন্ট