মিশিকুল মন্ডলঃ
জয়পুরহাটে আদালতের নির্দেশনায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
.
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এই আলামত ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
.
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছা. আতিয়ারা আকতার। এছাড়াও কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীকের নেতৃত্বে এবং মালখানা অফিসার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলামের উপস্থাপনায় আলামতগুলো ধ্বংস করা হয়।
.
আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ, ৬০ প্যাকেট অফিসার চয়েজ ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।
.
এ সময় এক কর্মকর্তা বলেন, নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংসের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
প্রিন্ট