মানিক কুমার দাসঃ
আসন্ন ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর থানারোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ২৭ মে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকার সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রিন্ট