মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ফরিদপুর উপজেলা পরিষদ কার্যালয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আব্দুল্লাহ বিশ্বাস ইন্সপেক্টর অপারেশন ফরিদপুর কোতোয়ালি থানা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এম এ নাহার, মৎস অফিসার শিরিন শারমিন খান প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মিজানুর রহমান মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
.
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, নর্থ চ্যানেল ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ এমার হক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ মিজানুর রহমান উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ফরিদপুর সদর উপজেলা।
.
সভায় বক্তারা উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
.
এছাড়া বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন নিয়েও আলোচনা করা হয়। তাছাড়া আসন্ন ঈদুল আযহা কে কেন্দ্র করে চাঁদাবাজি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দমন করার জন্য জোর দাবি জানানো হয়।
.
সর্বস্তরের জনগণকে এ ব্যাপারে অবহিত করার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট