মানিক কুমার দাসঃ
ফরিদপুরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত সংগঠনের সভাপতি মোঃ হাসমত আলীর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ হায়দার আলী, মোঃ আব্দুর রহমান, মতিয়ার রহমান, মোহাম্মদ রিয়াজ করিম, আব্দুর রাজ্জাক প্রামানিক, আকবর বেপারী, আলাউদ্দিন ফকির, মোহাম্মদ শরীফ, নাসিমা খাতুন, রাবেয়া খাতুন প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান।
এ সময় তারা বলেন, ‘আমরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে না তা বুঝতে পারছি না। অন্যদিকে এই নবম পে স্কেল দাবি পূরণ হলে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।’
বক্তারা অবিলম্বে চলতি জানুয়ারি মাসের মধ্যে তাদের এক দফা দাবি বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আশাবাদ ব্যক্ত করেন। এ মানববন্ধনে ফরিদপুরের প্রায় ৩০-৩৫টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















