নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।
এর আগে মনোনয়নপত্র যাচাইয়ের সময় জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুইজন ভোটারের তথ্যগত ত্রুটির কথা উল্লেখ করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন দোলন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মোহাম্মদ আরিফুর রহমান দোলন ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন।
দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত আরিফুর রহমান দোলন বর্তমানে দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস ২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক। অতীতে তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময় পত্রিকা ও বাংলাভিশন টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।
এ ছাড়া তিনি সমাজসেবামূলক সংগঠন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
নিজস্ব প্রতিনিধি 





















