মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৫৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিএসপির আজীবন সদস্য এস.এম এ কাইয়ুম।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি রাশিদা আখতার লিলি, গাজী শহিদুল ইসলাম, শংকর নিভানন ও কুতুবউদ্দিন বিশ্বাস। কবিতা পাঠ করেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, এমএ কাসেম অমিয়, আতিয়ার রহমান, কাজী খলিলুর রহমান, অ্যাড, মাহমুদা খানম, আহমেদ মাহবুব ফারুক, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
সভার শুরুতে বিএসপির সাবেক সহ সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি 





















