আকাশ উজ্জামান শেখঃ
বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ১৭ নভেম্বর (সোমবার) সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেবের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অনেক সংখ্যক অভিভাবক উপস্থিত হন ।
এ সময় বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক আ: হান্নান মোল্ল্যা, প্রভাষক ইসরাফিল হোসেন, জোহরা সুলতানা,জীবনদ্যূতি চক্রবর্তী, মানবেশ রায়, মোঃ তাওহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া সকল বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত অভিভাবকদের মধ্যে থেকে ও অসংখ্য অভিভাবক তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন যে ,পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা প্রয়োজন এবং কলেজে অনুষ্ঠিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় অংশ গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া সন্তানেরা বাড়ি পড়াশোনা করছে কিনা, এ বিষয়ে অভিভাবকদের ও যত্নবান হওয়া দরকার বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন ।
এ সময় বক্তরা আরো বলেন যে, মোবাইল ফোন বর্তমানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে ।
ফলে ছাত্র-ছাত্রীরা যাতে অধিক সময় মোবাইল ব্যাবহার না করে, সে বিষয়ে ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন ।
উল্লেখ্য ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ইতোমধ্যে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া , সঠিক সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবক সমাবেশ , কলেজে ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিসিদ্ধসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 




















