শামীম আহমেদঃ
হেমন্ত এলেই রিয়াদের মনে পড়ে যায় গ্রামের সেই দিন গুলো। সকালে কুয়াশা মেখে মাঠে যেত গরু চরাতে, আর দূর থেকে ধান কাটা মানুষের হাসি-গান ভেসে আসত। বাতাসে ধানের গন্ধ মিশে থাকত, সূর্যের আলোয় ধুলো উড়ত সোনালি ঝিলিক হয়ে।
সকালে বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে বসত তারা, মাটির চুলায় মা পিঠা বানাতেন। শীতের আগমনী সেই উষ্ণ গন্ধ আজও রিয়াদের নাকে লেগে আছে।
এখন শহরের ফ্ল্যাটে বসে জানালার বাইরে তাকায় রিয়াদ- ধোঁয়ায় ভরা আকাশে কোনো কুয়াশা নেই, ধানক্ষেতও নেই। তবু মনে মনে সে শুনতে পায় সেই পরিচিত আওয়াজ-“এই রিয়াদ, আয়, রস খাইতে।”
হেমন্তের সকাল এবং বিকেল গুলো যেন এখনো তার হৃদয়ে বাজে, নরম আলোয় মোড়া এক চিরচেনা স্মৃতি হয়ে…।
-শামীমআহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক 



















