ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো Logo ফরিদপুরে বিএনপি’র‌ উদ্যোগে বিক্ষোভ মিছিল Logo মাগুরাতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন Logo মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক Logo তানোরে আলুখেতে সেচ দানে বাধা, বিপাকে কৃষক পরিবার Logo মাগুরাতে ২৬৩০ জন কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ Logo কাশিয়ানীতে বিএডিসির পেঁয়াজ বীজে কৃষকের সর্বনাশ Logo শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ভেড়ামারা শিক্ষা অফিসারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ফরিদপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত Logo চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে লকডাউনে জোর করে ঋণ আদায়ের অভিযোগ এনজিও’র বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের মধ্যেও জোর করে ঋণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে টিএমএসএস নামের একটি এনজিও’র বিরুদ্ধে।

জানা যায়, সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কথা থাকলেও উপজেলার সাতৈর ইউনিয়নের কান্দাকুল গ্রামে অবস্থিত টিএমএসএস শাখা নামের এনজিও কর্মীরা ঋণ আদায় করছেন। এতে করে বিপাকে পড়ছে নিন্ম আয়ের ঋণগ্রহীতাগণ। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান।

এছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, অটোভ্যান, সিএনজি,নসিমন, মাহিন্দ্রসহ বিভিন্ন যানবাহন কিনে চালিয়ে তা থেকে অর্জিত আয় দিয়ে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করে। ফলে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা।

উপজেলার কমলেশ্বরদী গ্রামের আমির হোসেন নামের একজন মাহিন্দ্র ড্রাইভার টিএমএসএস এর সাতৈর শাখা থেকে ২ লক্ষ টাকার ঋণ  গ্রহণ করে মাহিন্দ্র ক্রয় করেন। ওই ড্রাইভার প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তি দিচ্ছিলেন। তবে করোনাকালীন লকডাউনের কারণে মাহিন্দ্র চালাতে না পেরে সঠিকভাবে কিস্তি পরিশোধে ব্যর্থ হন।

কিস্তি না পেয়ে টিএমএসএস নামক এনজিও-র সাতৈর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ওই অসহায় লোকটির মাহিন্দ্র গাড়িটি গত ১১ জুলাই সাতৈর বাজারে আটকিয়ে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে গাড়িটি ছেঠে দেন।

এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। সে সঠিকভাবে কিস্তি না দেওয়ার জন্য ওই সময় তার গাড়িটা সাতৈর বাজারে আটক করা হয়। তখন একটা শালিসের মাধ্যমে তার মাহিন্দ্র ছেড়ে দেওয়া হয় এবং কিস্তি দিতে না পারলে গাড়ি দিয়ে দিতে হবে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় সরকার লকডাউন দিয়েছে। চলমান লকডাউনে কোন প্রকার এনজিও ঋণ আদায় করতে পারবে না। এ সময় কোন এনজিও ঋণ আদায় করলে  ঋণগ্রহীতার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো

error: Content is protected !!

বোয়ালমারীতে লকডাউনে জোর করে ঋণ আদায়ের অভিযোগ এনজিও’র বিরুদ্ধে

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :

ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের মধ্যেও জোর করে ঋণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে টিএমএসএস নামের একটি এনজিও’র বিরুদ্ধে।

জানা যায়, সরকার ঘোষিত চলমান লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কথা থাকলেও উপজেলার সাতৈর ইউনিয়নের কান্দাকুল গ্রামে অবস্থিত টিএমএসএস শাখা নামের এনজিও কর্মীরা ঋণ আদায় করছেন। এতে করে বিপাকে পড়ছে নিন্ম আয়ের ঋণগ্রহীতাগণ। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান।

এছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, অটোভ্যান, সিএনজি,নসিমন, মাহিন্দ্রসহ বিভিন্ন যানবাহন কিনে চালিয়ে তা থেকে অর্জিত আয় দিয়ে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করে। ফলে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা।

উপজেলার কমলেশ্বরদী গ্রামের আমির হোসেন নামের একজন মাহিন্দ্র ড্রাইভার টিএমএসএস এর সাতৈর শাখা থেকে ২ লক্ষ টাকার ঋণ  গ্রহণ করে মাহিন্দ্র ক্রয় করেন। ওই ড্রাইভার প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তি দিচ্ছিলেন। তবে করোনাকালীন লকডাউনের কারণে মাহিন্দ্র চালাতে না পেরে সঠিকভাবে কিস্তি পরিশোধে ব্যর্থ হন।

কিস্তি না পেয়ে টিএমএসএস নামক এনজিও-র সাতৈর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ওই অসহায় লোকটির মাহিন্দ্র গাড়িটি গত ১১ জুলাই সাতৈর বাজারে আটকিয়ে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে গাড়িটি ছেঠে দেন।

এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। সে সঠিকভাবে কিস্তি না দেওয়ার জন্য ওই সময় তার গাড়িটা সাতৈর বাজারে আটক করা হয়। তখন একটা শালিসের মাধ্যমে তার মাহিন্দ্র ছেড়ে দেওয়া হয় এবং কিস্তি দিতে না পারলে গাড়ি দিয়ে দিতে হবে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় সরকার লকডাউন দিয়েছে। চলমান লকডাউনে কোন প্রকার এনজিও ঋণ আদায় করতে পারবে না। এ সময় কোন এনজিও ঋণ আদায় করলে  ঋণগ্রহীতার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট