শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের নাটকীয় অভিযানে দালাল চক্রের দুইজনকে আটক জরিমানা আদায় করেছে। ৭ মে বুধবার সকালে খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ছদ্মবেশে রোগী সেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সময় তিনি হাসপাতালে দুইজন দালাল চক্রকে ধরে ফেলেন এবং মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন সুনিদৃষ্ট অভিযোগের প্রেক্ষিতে জরিমানা আদায় করেন।
.
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রাধুনী খাইরুল ইসলাম (৪৮) কে ৫ হাজার ও এক দালাল চক্রের সক্রিয় সদস্য সেলিম হোসেন(২৮) কে ১০ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের ডাক্তারের তেমন সহযোগিতা না পাওয়ায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ক্ষোভ প্রকাশ করেন।
.
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম এই অভিযোগে ভিত্তিতে আজ আমরা ছদ্মবেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দুইজন দালাল চক্রকে ধরতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকে স্থানীয় সাধারণ জনগণ ও সেবা গ্রহীতারা স্বাগত জানিয়েছেন।
.
উল্লেখ্য দীর্ঘদিন যাবত খোকসা হাসপাতালের কিছু ডাক্তাররা নাম সর্বস্ব ভুয়া ডায়াগনস্টিক সেন্টারদের দালালদের সাথে হাত মিলিয়ে কমিশন বাণিজ্য ব্যবসা চালিয়ে আসছিল বলে সেবা গ্রহীতাগন অভিযোগ করে আসছিল।
.
অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সতর্ক উচ্চারণ করে বলেন এই ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে তিনি বলেন দালাল চক্র যত শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে । এই সময় খোকসা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টের সহযোগিতায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট