ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া

পীরে তরিকত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভীর ইন্তেকাল

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা, পীরে তরিকত, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী প্রকাশ বড় হুজুর কেবলা আজ ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বিকেল পাঁচটায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

তাঁর ইন্তেকালের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো এক শতাব্দীর অধিক বর্ণাঢ্য এক অধ্যায়ের। তাঁর বয়স হয়েছিল ১১৫ বৎসর। তাঁর ইন্তেকালের সংবাদে দেশব্যাপী সুন্নী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আগামীকাল সকাল ১১টায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ মাঠে সকাল ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইসলামের মূল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসারে বর্তমানে যাঁদের নাম ও ত্যাগের কথা সর্বত্রে সমাদৃত তাঁদের মধ্যে অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী অন্যতম। ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী শেরে বাংলা (রাহঃ) এর যোগ্য শিষ্য হিসেবে সুন্নীয়তের ময়দানে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।

সংক্ষিপ্ত পরিচয়ঃ বার আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে ১ জানুয়ারী ১৯০৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার বিশেষ তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা লাভের পর ইমামে আহলে সুন্নাত, আল্লামা আজিজুল গাজী শেরে বাংলা (রাহঃ)’র প্রতিষ্ঠিত হাটহাজারী মেখলে অবস্থিত এমদাদুল ইসলাম মাদ্রাসায় ইমাম শেরে বাংলার তত্ত্বাবধানে জামাতে উলা (ফাযিল) পর্যন্ত দ্বীনি ইলম অর্জন করেন। অতঃপর চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল (টাইটেল) পাশ করেন।

এরপর ভারতের উত্তর প্রদেশের বেরেলী শরীফে ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত (রাহঃ)’র প্রতিষ্ঠিত মানজারুল উলুম গমন করেন। সেখানে তদানীন্তন মুহাদ্দিসে আযম আল্লামা সরদার আহমদ লায়ালপুরী (রাহঃ)’র শিষ্যত্ব গ্রহণ করে কুরআন, হাদিস, তাফসীর, বিশেষ করে ফিকাহ্ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। আল্লামা সরদার আহমদ লায়ালপুরী (রাহঃ)’র হাতে দ্বীনি শিক্ষার্জনের পাশাপাশি ইলমে তরীকতের দীক্ষাও লাভ করেন। স্বীয় ওস্তাদ ও পীর- মুর্শিদ হযরত লায়ালপুরী (রাহঃ) হতে খেলাফত লাভে ধন্য হন।

অতঃপর মসলকে আ’লা হযরতের দীক্ষা নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তিনি দীর্ঘদিন ইমাম শেরে বাংলা আল্লামা আজিজুল হক (রাহঃ)’র সাহচর্যে থেকে সুন্নীয়ত প্রতিষ্ঠায় অনুপ্রেরণা লাভ করেন। আমৃত্যু তিনি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে গেছেন। বর্তমানে মসলকে আ’লা হযরত প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।

কর্মজীবনঃ ভারত থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে সর্বপ্রথম তিনি রাউজান থানার অন্তর্গত কদলপুর গ্রামে অবস্থিত ইমাম শেরে বাংলার পীর ও মুর্শিদ হযরত আবদুল হামিদ বোগদাদী (রাহঃ) ‘র নামে প্রতিষ্ঠিত হামিদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষকতা জীবন শুরু করেন। কিছুদিন অধ্যাপনা করার পর রাউজানে অবস্থিত কুতুবুল এরশাদ সৈয়দ শাহ্ সিরিকোটি (রাহঃ)’র প্রতিষ্ঠিত দারুল ইসলাম মাদ্রাসায়ও দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার লক্ষ্যে তিনি ১৯৫৩ সালে নিজ গ্রাম চরণদ্বীপে প্রতিষ্ঠা করেন চরণদ্বীপ রেজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। এতদঞ্চলে মসলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত এটিই প্রথম প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে সুদীর্ঘকাল দায়িত্ব পালন শেষে তিনি এই মাদ্রাসা থেকেই অবসর নেন।

তিনি সুদীর্ঘকাল বোয়ালখালীর ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের খতিবের দায়িত্ব-পালন করেন। এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ও পরামর্শে অনেক দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

প্রকাশনাঃ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, ভ্রান্ত মতবাদের অসারতা এবং সমকালীন যুগ-জিজ্ঞাসার উপর ছোট-বড় মিলে তিনি বারটি গ্রন্থ রচনা করেন। আল্লামা রেজভী ইসলামী বিভিন্ন জটিল ও কঠিন সমস্যা অত্যন্ত বিচক্ষণতার সাথে ফতোয়া প্রদানে পারদর্শী ছিলেন। স্পর্শকাতর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর প্রদত্ত ফতোয়া ওলামা সমাজে সমাদৃত ও সর্বজন গ্রহণযোগ্যতা লাভ করেছে। সুন্নীয়ত প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। তাঁর মেঝ ছেলে চরণদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা ২৬ বৎসর ধরে তাঁরই প্রতিষ্ঠিত চরণদ্বীপ রেজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করে আসছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া

পীরে তরিকত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভীর ইন্তেকাল

আপডেট টাইম : ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা, পীরে তরিকত, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী প্রকাশ বড় হুজুর কেবলা আজ ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বিকেল পাঁচটায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

তাঁর ইন্তেকালের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো এক শতাব্দীর অধিক বর্ণাঢ্য এক অধ্যায়ের। তাঁর বয়স হয়েছিল ১১৫ বৎসর। তাঁর ইন্তেকালের সংবাদে দেশব্যাপী সুন্নী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আগামীকাল সকাল ১১টায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ মাঠে সকাল ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইসলামের মূল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসারে বর্তমানে যাঁদের নাম ও ত্যাগের কথা সর্বত্রে সমাদৃত তাঁদের মধ্যে অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী অন্যতম। ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী শেরে বাংলা (রাহঃ) এর যোগ্য শিষ্য হিসেবে সুন্নীয়তের ময়দানে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।

সংক্ষিপ্ত পরিচয়ঃ বার আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে ১ জানুয়ারী ১৯০৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার বিশেষ তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা লাভের পর ইমামে আহলে সুন্নাত, আল্লামা আজিজুল গাজী শেরে বাংলা (রাহঃ)’র প্রতিষ্ঠিত হাটহাজারী মেখলে অবস্থিত এমদাদুল ইসলাম মাদ্রাসায় ইমাম শেরে বাংলার তত্ত্বাবধানে জামাতে উলা (ফাযিল) পর্যন্ত দ্বীনি ইলম অর্জন করেন। অতঃপর চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল (টাইটেল) পাশ করেন।

এরপর ভারতের উত্তর প্রদেশের বেরেলী শরীফে ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত (রাহঃ)’র প্রতিষ্ঠিত মানজারুল উলুম গমন করেন। সেখানে তদানীন্তন মুহাদ্দিসে আযম আল্লামা সরদার আহমদ লায়ালপুরী (রাহঃ)’র শিষ্যত্ব গ্রহণ করে কুরআন, হাদিস, তাফসীর, বিশেষ করে ফিকাহ্ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। আল্লামা সরদার আহমদ লায়ালপুরী (রাহঃ)’র হাতে দ্বীনি শিক্ষার্জনের পাশাপাশি ইলমে তরীকতের দীক্ষাও লাভ করেন। স্বীয় ওস্তাদ ও পীর- মুর্শিদ হযরত লায়ালপুরী (রাহঃ) হতে খেলাফত লাভে ধন্য হন।

অতঃপর মসলকে আ’লা হযরতের দীক্ষা নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তিনি দীর্ঘদিন ইমাম শেরে বাংলা আল্লামা আজিজুল হক (রাহঃ)’র সাহচর্যে থেকে সুন্নীয়ত প্রতিষ্ঠায় অনুপ্রেরণা লাভ করেন। আমৃত্যু তিনি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে গেছেন। বর্তমানে মসলকে আ’লা হযরত প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।

কর্মজীবনঃ ভারত থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে সর্বপ্রথম তিনি রাউজান থানার অন্তর্গত কদলপুর গ্রামে অবস্থিত ইমাম শেরে বাংলার পীর ও মুর্শিদ হযরত আবদুল হামিদ বোগদাদী (রাহঃ) ‘র নামে প্রতিষ্ঠিত হামিদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষকতা জীবন শুরু করেন। কিছুদিন অধ্যাপনা করার পর রাউজানে অবস্থিত কুতুবুল এরশাদ সৈয়দ শাহ্ সিরিকোটি (রাহঃ)’র প্রতিষ্ঠিত দারুল ইসলাম মাদ্রাসায়ও দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার লক্ষ্যে তিনি ১৯৫৩ সালে নিজ গ্রাম চরণদ্বীপে প্রতিষ্ঠা করেন চরণদ্বীপ রেজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। এতদঞ্চলে মসলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত এটিই প্রথম প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে সুদীর্ঘকাল দায়িত্ব পালন শেষে তিনি এই মাদ্রাসা থেকেই অবসর নেন।

তিনি সুদীর্ঘকাল বোয়ালখালীর ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের খতিবের দায়িত্ব-পালন করেন। এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ও পরামর্শে অনেক দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

প্রকাশনাঃ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, ভ্রান্ত মতবাদের অসারতা এবং সমকালীন যুগ-জিজ্ঞাসার উপর ছোট-বড় মিলে তিনি বারটি গ্রন্থ রচনা করেন। আল্লামা রেজভী ইসলামী বিভিন্ন জটিল ও কঠিন সমস্যা অত্যন্ত বিচক্ষণতার সাথে ফতোয়া প্রদানে পারদর্শী ছিলেন। স্পর্শকাতর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর প্রদত্ত ফতোয়া ওলামা সমাজে সমাদৃত ও সর্বজন গ্রহণযোগ্যতা লাভ করেছে। সুন্নীয়ত প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। তাঁর মেঝ ছেলে চরণদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা ২৬ বৎসর ধরে তাঁরই প্রতিষ্ঠিত চরণদ্বীপ রেজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করে আসছেন।


প্রিন্ট