মুুস্তাফিজুর রহমান শিমুল:
ফরিদপুরের চরভদ্রাসনে বিশ কেজি ওজনের পদ্মা নদীর একটি কাতলা মাছ বিশ হাজার টাকায় বিক্রি করেছে এক মাছ ব্যাবসায়ী।
মঙ্গলবার (৬মে) সকালে উপজেলার সদর মাছ বাজারে সামচু ব্যাপারী (৫৭)এর মাছের ডালায় মাছটি দেখতে উৎসুক জনতা ভীর
জমায়।
মাছ ব্যাবসায়ী সামচু ব্যাপরী জানায় মঙ্গলবার ভোরে পদ্মার ওপাড়ে মৈনুট ঘাটে ফকির মৃধার মাছের আড়ত থেকে পনেরো হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে আনেন।সকালে চরভদ্রাসন সদর বাজারে মাছটি এনে পচিশ হাজার টাকা দাম হাকান তিনি।পরে কয়েকজন ক্রেতার নিকট ভাগা করে বিশ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন এই ব্যাবসায়ী।
নদীতে জেলের জালে বড় বড় মাছ ধরা পরার বিষয়ে উপজেলা মতস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পরার খবর পাওয়া যাচ্ছে। পদ্মা নদীতে মতস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।
বর্তমান সময়ে অনেক মাছের পেটে ডিম রয়েছে তাই মৎস্য জিবীরা নিষিদ্ধ জাল ব্যাবহার না করে সতর্কতার সাথে মাছ স্বীকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে মলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা।
প্রিন্ট