মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় কামারগ্রামে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।
শনিবার (৩ মে) বিকেলে টিটিসিতে অঝঝঊঞ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি শর্ট কোর্স পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শাহীনু ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানে কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
আলফাডাঙ্গা টিটিসিতে চলমান সকল কোর্স পরিদর্শন করে অধ্যক্ষ, শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মহাপরিচালক শোয়াইব আহমাদ খান।
কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শাহীনু ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে অনেকেই এখন সাবলম্বী হয়েছেন। অনেকে বিদেশে গিয়ে দক্ষতার সহিত কাজ করছে। এখানে আমাদের রয়েছে দক্ষ প্রশিক্ষক।
এখানে স্ব-স্ব কোর্সে সবাইকে হাতে-কলমে শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। আমাদের এখানে ভর্তির শুরু থেকে সমাপ্ত পর্যন্ত অত্যন্ত স্বচ্ছতার সহিত সকল কাজ করা হয়। কোনো স্বজনপ্রীতি করা হয় না।
প্রিন্ট