‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিঠাপুর দারুস সুন্নাহ্ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হাসান বাপ্পি, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, আশফুন নাহার এলিজা, রানু আক্তার, আসিফ সিকদার, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান ও বাসুদেব কুন্ডু প্রমুখ।
এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে।
দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একইসঙ্গে এই বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও সামাজিক সচেতনতা ও উৎসাহিত করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য গাছ লাগানো।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরে ইতোমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রিন্ট