রনি আহমেদ রাজুঃ
‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয়তাবাদী শ্রমিক দলের, মাগুরা জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ২০২৫।
.
বৃহস্পতিবার সকালে মাগুরা শহরের ভায়না মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।
.
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের জেলা শাখার সাবেক সভাপতি ইমদাদুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজীর হোসেন লাড্ডু, সহসভাপতি ফারুক আহমেদ, টোকোন মন্ডল, রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান, অর্থ সম্পাদক রনি আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
.
শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার শ্রমিক দল নেতারাও এতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন।
.
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরের হে মার্কেট চত্বরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে বহু শ্রমিক হতাহত হন। সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে।
প্রিন্ট