মানিক কুমার দাসঃ
ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় ভাঙ্গার শাহ মল্লিকদী এলাকাবাসীর আয়োজনে ভাঙ্গা উপজেলায় শাহ মল্লিকদী গ্রামের আবুল ফয়সাল মোল্লা (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি) এবং আরাফাত মনি মোল্লা (যুবলীগের সাধারণ সম্পাদক, আলগি ইউনিয়ন)—এদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, খুনি, ভূমিদস্যু, মাদক কারবারি, সামাজিক নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্র দ্বারা প্রাণনাশের হুমকির প্রতিবাদে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা উল্লেখিত ব্যক্তিদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং তাদের উপর নির্যাতনের ঘটনা বর্ণনা করেন।
তারা বলেন, এ সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তারা বিভিন্ন সময় আমাদের উপর অত্যাচার ও নির্যাতন করছে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ।
সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের বিচার দাবি করা হয় এবং এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রুবেল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন:
ভুক্তভোগী মোসাম্মৎ নীলা বেগম,
কামরুন নাহার,
ইলিয়াস মুন্সী,
মোঃ জাহিদ মোল্লা,
পারভেজ মোল্লা,
তৈয়ব মুন্সী,
সাখাওয়াত মোল্লা,
দেলোয়ার মুন্সী,
মোঃ আমির আলী (কারি সাহেব)।
এ সময় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
ফরিদপুর প্রেসক্লাব সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট