বৃহস্পতিবার (২২ জুলাই ২০২১) বিকাল ৩ টায় রাজাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালমারী উপজেলার অন্যতম যুব সংগঠন ‘বারাশিয়া যুব সংঘ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংঘের সভাপতি মো. মফিজুর রহমান মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের মধ্য থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. এম. কামরুল হাসান, বারাসিয়া যুব সংঘের প্রধান উপদেষ্টা ও সমাজসেবক গোলাম মোস্তফা, সংঘের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ফরিদপুর জজ কোর্টের অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনূল আলম শাহিন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. ইমরান হোসাইন, সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মুন্সী সিরাজুল ইসলাম, বোয়ালমারী জর্জ একাডেমির সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, চতুল ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান ও এনায়েত হোসেন মনির, রাজাপুর সমাজকল্যাণ সংঘের সভাপতি হাসিবুল্লাহ সাবির, সংঘের সহ-সভাপতি রাজু আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরমান শেখ।
উক্ত অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে বারাশিয়া যুব সংঘের পরবর্তী তিন বছর মেয়াদী কার্য্য নির্বাহী পরিষদের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ফরিদপুর জজ কোর্টের অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
এতে মো. মফিজুর রহমান মিয়াকে সভাপতি ও মো.আনিসুর রহমান মোল্যাকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী তিন বছরের জন্য পূণরায় নির্বাচিত হয়।
প্রিন্ট