সাহিদা পারভীনঃ
বর্ণাঢ্য আয়োজনে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
.
সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
.
সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: জাহেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাহার আলী, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট