রাজবাড়ী জেলার পাংশা পৌরশহরে রবিবার ২৫ জুলাই থেকে ওএমএস’র বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য খাদ্য অধিদপ্তরের আওতায় পাংশা পৌরসভার অভ্যন্তরে ওএমএস’র বিশেষ কার্যক্রম চলছে।
জানা যায়, কর্মসূচী বাস্তবায়নে অরুন কুমার দাস, ওয়াহিদ হাসান, নাঈমুল হাকিম (রনো) ও গোবিন্দ চন্দ্র কুন্ডু নামের ৪ জন ডিলার নিযুক্ত করা হয়েছে। তদারকি কর্মকর্তা হিসেবে পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, এটিও শাহিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও এটিও জাহিদুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। শুক্রবার বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রতিদিন স্বাস্থ্য বিধি মেনে একজন ক্রেতা সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন।
রবিবার পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ, পাংশার ওসি-এলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, ফুড ইন্সপেক্টর জেসমীন আক্তার ডিলারদের দোকান পরিদর্শন করেন। কর্মকর্তারা স্বাস্থ্য বিধি মেনে এবং সরকার নির্ধারিত মূল্যে ওএমএস কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
জানতে চাইলে পাংশার ওসি-এলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম জানান, এবারে ওএমএস কার্যক্রমে চাল ও আটা রয়েছে। সংশ্লিষ্ট মিলারগণ গোডাউন থেকে গম উত্তোলন করে আটা প্রস্তুত করে তা সরবরাহ করবেন। ইতোমধ্যে মিলাররা গম উত্তোলন করেছেন। কিন্তু আটা সরবরাহ করতে পারেন নাই। আশা করছি ২৭/২৮ জুলাই থেকে ওএমএস কার্যক্রমে চাল বিক্রির সাথে আটাযুক্ত হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রিন্ট