ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে প্রমত্তা পদ্মা নদীর ভাঙন রোধে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা থেকে ভুরকাপাড়া পর্যন্ত বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে ওই ইউনিয়নের চার কিলোমিটার এলাকায় বসতভিটা ও আবাদি জমিসহ অনেক স্থাপনা নদীভাঙন থেকে রক্ষা পাবে।
.
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে শুক্রবার থেকে এই ডাম্পিং কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান।
.
জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওই এলাকায় ভাঙন রোধে দুটি প্রকল্পের মাধ্যমে ২০ কোটি টাকা ব্যয়ে উপজেলার হাটখোলাপাড়া থেকে ভুরকা পর্যন্ত জিওব্যাগ ডাম্পিং করার পরিকল্পনা হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের আওতায় ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি ২ লাখ ৩৫ হাজার জিওব্যাগ ফেলা হবে।
.
দৌলতপুরের ইউএনও আব্দুল হাই সিদ্দিকী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মরিচা ইউনিয়নের হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পাবে।
.
কুষ্টিয়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, বর্ষার আগেই এ কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রিন্ট