ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে অপহরনের ১০ দিন পর উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে গ্রেফতার করে রবিবার (২৫ জুলাই) সকালে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের গোলাম কুদ্দুস মোল্লার মেয়ে (১৩) গত ১৫ জুলাই বিকাল পাঁচটার দিকে হেলেঞ্চা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয়। মেয়েটি পাশ্ববর্তী বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের শিয়ালদী আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত ১৯ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের সত্তার ফকিরের ছেলে জিয়া ফকিরকে (৪০) আসামী করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস,আই মোঃ ইউনূচ আলী সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত এজাহার নামীয় জিয়াকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, অপরাধীকে গ্রেফতার করে রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট