মানিক কুমার দাসঃ
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতির জন্য দেওয়া রায়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা।
.
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে, প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের তৃতীয় পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান কর্মসূচি ও একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মোঃ সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
.
বক্তারা তাদের এ আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
.
বক্তারা বলেন কেন্দ্রীয়ভাবে সচিবালয় উপদেষ্টার সাথে বৈঠকে যদি তাদের পক্ষে সিদ্ধান্তে না আসে তাহলে তারা কঠোর কর্মসূচি পালন করবে। অবিলম্বে তাদের ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
প্রিন্ট