সোলায়মানঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের কুয়েত ফেরত প্রবাসী মো. ইউনুস মিয়া তার চাচা মো. সুজায়েত হোসেন সূর্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। শনিবার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনুস ও তার পিতা মো. বাবুল এসব অভিযোগ উত্থাপন করেন।
.
সংবাদ সম্মেলনে মো. বাবুল বলেন, “আমার মা মারা যাওয়ার পর পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পারিবারিক দ্বন্দ্বের জেরে আমার প্রবাসী ভাই সুজায়েত আমার ছেলে ইউনুসের প্রতি আক্রোশ দেখায়। ইউনুস কুয়েতে কর্মরত থাকলেও চাচা তার পাসপোর্ট জব্দ করে, আকামা বাতিল করিয়ে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠায়। এতে তার কর্মজীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”
.
ইউনুস মিয়া অভিযোগ করে বলেন, “চাচা সুজায়েত প্রায় ২০-২১ বছর ধরে কুয়েতে থাকলেও কখনো সৎভাবে কাজ করেননি। বরং তিনি শ্রমিকদের বিদেশে পাঠানোর নাম করে দালালির সঙ্গে যুক্ত। তার স্ত্রী লতার মাধ্যমে এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। আমি নিজেও তার প্রতারণার শিকার হয়েছি।”
.
তিনি আরও বলেন, “বিদেশে থেকে আমার বৈধ পারিশ্রমিক আত্মসাৎ করা হয়েছে। চাচা আমার সঙ্গে অশালীন ও দুর্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন আছে। তিনি ঢাকায় স্ত্রীর জন্য মাসে লাখ টাকার বেশি খরচ পাঠান, অথচ কোনো বৈধ আয়ের উৎস নেই। এমনকি মাদক ও নারী পাচার চক্রের সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছি।”
.
সংবাদ সম্মেলনে ইউনুস সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রিন্ট