ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি Logo দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি Logo শ্রেণিকক্ষে পানিঃ দৌলতপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা Logo সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ Logo মাদারিপুরে দু’টি বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬ Logo প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়ার মজলিস Logo ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ বিক্ষোভ Logo গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ Logo বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অনুষ্ঠানে কাঠের ‘খড়ম’ শিল্প নৈপুণ্য ঐতিহ্যবাহী পণ্য

বাঘায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ

আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহীর বাঘায় আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করে।

 

বাংলা নববর্ষের তাৎপর্য, বর্ষবরণ শোভাযাত্রার ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্যের বিষয়টি তুলে ধরে বাঘা উপজেলা প্রশাসন ও শাহদৌলা সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম-বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। এই অনুষ্ঠান পরিণত হয় বাঙালির শিকড়ের মিলনমেলায়। স্বৈরাচারের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে।

 

সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রা ও দিনব্যাপী মেলার উদ্বোধন পরবর্তী বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। ঢোল বাদক হিসেবে অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে মহিষের গাড়িতে করে ঘুরে বেড়ান রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ।

 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উৎসবে স্টল ঘুরে দেখা যায় বাঙালির শিল্প নৈপুণ্য ও সৃজনশীলতার প্রতীক ঐতিহ্যবাহী পণ্য। পান্তা ভাত, নানা ধরনের পিঠা-পুলির পসরা ছিল দিনব্যাপী। পৈত্রিক পেশার ঐতিহ্য ধরে রেখে মাটির তৈরি জিনিসপত্র নিয়ে স্টল সাজিয়ে বসেন বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের কুশ পাল। স্বপ্ন ছোঁয়া যুব মহিলা সংগঠন নকশিকাঁথা ও পোষাক নিয়ে হাজির হয়। উপজেলা গার্লস গাইড সাজায় খাবারের স্টল।

 

পুরনো ঐতিহ্য ধরে রাখতে কাঠের তৈরি খড়ম পায়ে দিয়ে উৎসবে যোগ দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান।

 

নববর্ষে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা বলেন, “দাদার কাছে কাঠের খড়মের গল্প শুনেছি। উৎসবে এসে নিজ চোখে দেখলাম। এছাড়াও লাঠি খেলা, মাটির তৈরি জিনিসপত্র দেখে ভালো লেগেছে।”

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “হরেক রকম মেলার দিনও নির্ধারিত ছিল বাংলা সনের হিসেবে। শুধু ফসল আর উৎসব নয়, বাঙালি কৃষকের পারিবারিক ও সামাজিক কাজকর্ম, বিয়েসহ জীবনের সব বিষয়েই বাংলা সন ছিল একক ও অনন্য। সকলের সহযোগিতায় বর্ষবরণ উৎসব সুন্দর, সুষ্ঠুভাবে শেষ হয়েছে।”

 

উপস্থিত ব্যক্তিরা ছিলেন:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান

উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু

সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন

সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম

সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান

সাংবাদিক আব্দুল লতিফ মিঞা এবং

প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন,

“র‌্যালি শেষে কলেজ চত্বরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।”

 

এছাড়া নববর্ষ উপলক্ষে উপজেলা ও বাঘা পৌর বিএনপি শোভাযাত্রা বের করে এবং উপজেলার পীরগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ২ দিনব্যাপী বৈশাখী মেলার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

error: Content is protected !!

অনুষ্ঠানে কাঠের ‘খড়ম’ শিল্প নৈপুণ্য ঐতিহ্যবাহী পণ্য

বাঘায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহীর বাঘায় আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করে।

 

বাংলা নববর্ষের তাৎপর্য, বর্ষবরণ শোভাযাত্রার ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্যের বিষয়টি তুলে ধরে বাঘা উপজেলা প্রশাসন ও শাহদৌলা সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম-বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। এই অনুষ্ঠান পরিণত হয় বাঙালির শিকড়ের মিলনমেলায়। স্বৈরাচারের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে।

 

সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রা ও দিনব্যাপী মেলার উদ্বোধন পরবর্তী বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। ঢোল বাদক হিসেবে অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে মহিষের গাড়িতে করে ঘুরে বেড়ান রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ।

 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উৎসবে স্টল ঘুরে দেখা যায় বাঙালির শিল্প নৈপুণ্য ও সৃজনশীলতার প্রতীক ঐতিহ্যবাহী পণ্য। পান্তা ভাত, নানা ধরনের পিঠা-পুলির পসরা ছিল দিনব্যাপী। পৈত্রিক পেশার ঐতিহ্য ধরে রেখে মাটির তৈরি জিনিসপত্র নিয়ে স্টল সাজিয়ে বসেন বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের কুশ পাল। স্বপ্ন ছোঁয়া যুব মহিলা সংগঠন নকশিকাঁথা ও পোষাক নিয়ে হাজির হয়। উপজেলা গার্লস গাইড সাজায় খাবারের স্টল।

 

পুরনো ঐতিহ্য ধরে রাখতে কাঠের তৈরি খড়ম পায়ে দিয়ে উৎসবে যোগ দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান।

 

নববর্ষে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা বলেন, “দাদার কাছে কাঠের খড়মের গল্প শুনেছি। উৎসবে এসে নিজ চোখে দেখলাম। এছাড়াও লাঠি খেলা, মাটির তৈরি জিনিসপত্র দেখে ভালো লেগেছে।”

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “হরেক রকম মেলার দিনও নির্ধারিত ছিল বাংলা সনের হিসেবে। শুধু ফসল আর উৎসব নয়, বাঙালি কৃষকের পারিবারিক ও সামাজিক কাজকর্ম, বিয়েসহ জীবনের সব বিষয়েই বাংলা সন ছিল একক ও অনন্য। সকলের সহযোগিতায় বর্ষবরণ উৎসব সুন্দর, সুষ্ঠুভাবে শেষ হয়েছে।”

 

উপস্থিত ব্যক্তিরা ছিলেন:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান

উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু

সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন

সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম

সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান

সাংবাদিক আব্দুল লতিফ মিঞা এবং

প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন,

“র‌্যালি শেষে কলেজ চত্বরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।”

 

এছাড়া নববর্ষ উপলক্ষে উপজেলা ও বাঘা পৌর বিএনপি শোভাযাত্রা বের করে এবং উপজেলার পীরগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ২ দিনব্যাপী বৈশাখী মেলার।


প্রিন্ট