রাশিদুল ইসলাম রাশেদঃ
“আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক পরিমণ্ডলে ধনাত্মক পরিবর্তন আনার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। পরিবর্তিত বাংলাদেশকে আমার এবং আমাদের সন্তানদের জন্য সবদিক দিয়ে যোগ্য করে তুলতে চাই। আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা রাজনৈতিক মাঠে আমাদের অনুসারীদের অভিভাবক। আমরা যেন আমাদের এ সকল সন্তানদের বিপথগামী না করি। তাদের ভেতর সুস্থ রাজনীতির বীজ বপন আমাদেরই করতে হবে।”
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে কলসনগর উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
এ সময় তিনি আরও বলেন: “মনে রাখতে হবে, ফ্যাসিবাদের বিলোপে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা দিন-রাত মানসিক এবং শারীরিক শ্রম দিয়ে যাচ্ছি তা সফলতার মুখ দেখবে তখনই, যখন আমরা সুস্থ রাজনৈতিক চিন্তা ও রাজনৈতিক পরিকল্পনার বীজ আমাদের এবং আমাদের সন্তানদের মাঝে বপন করতে পারবো। আসুন, নিজেরা সচেতন হই, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করি। শুভ নববর্ষ।”
এ সময় সভাপতির বক্তব্যে গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন:
“আওয়ামী সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা রুজু করে বিএনপিকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে আমরা ভুলে যাইনি। আগামীতে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং বিএনপি সরকার গঠন করবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আর কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাডিয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ
উপজেলা যুবদলের আহ্বায়ক আদুস সালাম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট