রাশিদুল ইসলাম রাশেদঃ
দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নাটোরের লালপুরে মহাসমারোহে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ও বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজস্ব উদ্যোগে পৃথকভাবে উৎসবটি উদযাপন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
দিনটি উপলক্ষে শিশু-কিশোর, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য লালপুর গ্রিন ভ্যালি পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি দিনটি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, অতিথিদের পান্তা ভাত দিয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রিন্ট