আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্য, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসাহাক আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা বরেন্দ্র সহকারী প্রকৌশলী আহসান হাবিব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
মেলা চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় মোট ১০টি স্টল রয়েছে।
অন্যদিকে রহনপুর মহিলা কলেজেও বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। পরে কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, সহকারী অধ্যাপক সুলতানা নার্গিস, প্রভাষক মোঃ সারওয়ার হাবিব, শিক্ষার্থী জামিলা আক্তার, ফাহিমা খাতুন, সারমিন ও মহিমা আক্তার প্রমুখ।
প্রিন্ট