মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুরের স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক, ভরতের কান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আফজাল হোসাইন এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
.
জানা যায়, আজ (১৩ এপ্রিল) রবিবার দুপুরে খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ভরতের কান্দি গ্রামে স্বামীর বসত ঘর হতে স্ত্রী খাদিজার মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় খাদিজার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান।
ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার স্ত্রী খাদিজা আক্তার।
.
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে খাদিজার মরদেহ দেখতে পায়। পরে শিবপুর মডেল থানার পুলিশ কে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
কয়েক মাস যাবত স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হত।
.
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে মেয়ের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলা নং ১৬( ৪)২৫ ইং স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে।
প্রিন্ট